ব্যাকলিংক কিভাবে পাওয়া যায় - ১০ প্রকার ব্যাকলিংক তৈরির উপায়

এসইও এর জন্য ব্যাকলিংক খুবই গুরুত্বপূর্ন 

ব্যাকলিংক কিভাবে পাওয়া যায় এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব এই আর্টিকেলে। ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ এসুর জন্য চলন জেনে আসি। এসইও এর জন্য ব্যাকলিংক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাকলিন শব্দটি অনেকেরই কাছে খুবই জটিল মনে হয়। তাই এসইও ব্যাকলিংক কি এর সম্পর্কে জানব, ব্যাক লিংক জিনিসটা অনেকের কাছে খুব জটিল মনে হতে পারে আমি জটিল করে কিছু বলবো না আজ আমি খুব সহজে বলবো এসইও ব্যাকলিংক কি এসইও ব্যাকলিন হল একটি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিংক।



যদিও আপনার ওয়েবসাইটের একটি লিঙ্ক অন্য ওয়েবসাইট থাকে তবে এটি আপনার সাইটের জন্য একটি ব্যাকলিংক। একটা ছোট উদাহরণ দেই, মনে করুন আপনার আমার ব্লগে কিভাবে অনলাইনে ইনকাম করা যায় সে সম্পর্কে আমরা একটি পোস্ট আছে আপনি আপনার বন্ধুকে বলছেন যে এই পোস্টটি রেনডম নিউজ ২৪ ওয়েবসাইটে আছে এবং এটি একটি ভালো পোস্ট। তাহলে আপনি আমার ব্লক পোষ্টে রেফার করলেন। আর আপনার বন্ধু মনে আমার ব্লগ সম্পর্কে ভালো ধারণা হবে। মানে যত বেশি রেফার থাকবে ঠিক তত বেশি সার্চ ইঞ্জিনে ব্যাংক পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাকলিংক হল গুগলের র‍্যাংকিং সংকেত। আর তাই এসইও এর জন্য ব্যাকলিংক খুবই গুরুত্বপূর্ণ।

সূচিপত্র: এ আর্টিকেল থেকে যেসব বিষয়বস্তু জানতে পারবেন। 

  • ব্যাকলিংক কিভাবে পাওয়া যায় 
  • ব্যাকলিংক কি
  • ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ 
  • ব্যাকলিংক কত প্রকার 
  • ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন 
  • গেস্ট ব্লগিং করার ধাপসমূহ 
  • ব্রোকেন লিংক লিডিং সম্পর্কে ধারণা 
  • ব্যাকলিংক করার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখতে হবে 
  • লিংক বিল্ডিং সম্পর্কে ধারনা ও গুরুত্ব 
  • লেগ বিল্ডিং এর কৌশল
  • উপসংহার

ব্যাকলিংক কিভাবে পাওয়া যায় 

ব্যাকলিংক কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চলেছি। আমার এই আর্টিকেলটি পরে আপনি ব্যাকলিন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। ব্যাকলিংক হল একটি এক্সটার্নাল লিংক , যা অন্য একটু ওয়েবসাইটের সাথে লিঙ্ক হয়ে বা যুক্ত হয়ে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি হয়। আরো সহজ ভাবে বলা যায় যে, যখন অপর একটি ওয়েবসাইট আপনার সাইটকে একটি লিঙ্ক দেয় তখন আপনার ওয়েবসাইট অপের সাইট থেকে প্রাপ্ত লিংককে ব্যাকলিংক বলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে ব্যাকলিংক এর গুরুত্ব অপরিসীম। 

ব্যাকলিংক হচ্ছে শার্ট ইঞ্জিন অপটিমাইজেশন এস সি ও ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত আলোচিত একটি শব্দ। আমরা সাধারণত কথায় কথায় বলে থাকি যে গুগল-এর দুই শতদিন বেশি রেংকিং ফ্যাক্টর রয়েছে এই দুইশতটির দুর্বল রেংকিং ফ্যাক্টরের মধ্যে ব্যাকলিংক হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। 

আরো পড়ুন:ব্যাকলিংক এর বিভিন্ন তথ্যাবলী।

বিশ্ববিখ্যাত এসইও প্রতিষ্ঠান মোজ google রেংকিং ফ্যাক্টর নিয়ে রিচার্জ করার নিমিত্তেয় একশো জন এসইও এক্সপার্টদের গুগল রাঙ্কিং ফ্যাট সম্পর্কে প্রশ্ন করেছিল। মোচ এর প্রশ্নের জবাবে গুগল র‍্যাংকিং সেক্টরে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ পেয়েছে সেটি হচ্ছে back link তাছাড়া আজ থেকে চার পাঁচ বছর পূর্বে একটি ওয়েবসাইটের রেংকিং এর ক্ষেত্রে শুধুমাত্র ব্যাটিং যেগুলো দেওয়া হতো অর্থাৎ যার ওয়েবসাইটে যত বেশি ব থাকতো বেশি রেঙ্ক করতে পারত।

যারা ব্লগিং এ নতুন তাদের মধ্যে অনেকে ব্যাক্লিং বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেন না কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব বহন করে সেটি বলতে পারেন না। আজকের পোস্টে জানতে পারবেন ব্যাকলিংক কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ব্যাকলিংকটি পরিমাণ গুরুত্ব বহন করে, অনলাইন ব্লগিং করে সফলতা পাওয়ার জন্য ব্যাক্লিং এর গুরুত্ব কতটুকু।

ব্যাকলিংক কি 

ব্যাকলিংক বলতে একটি ওয়েবসাইট অন্য একটি ওয়েবসাইটে এইচ টি এম এল এংকর টেক্সট ব্যবহার করে লিংক দেওয়াকে বোঝায়। অর্থাৎ,কোন একটি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যে হাইপার লিঙ্ক করা হয় সেটিকে ব্যাংক লিঙ্ক বলে। গুগল সার্চ একটি ওয়েবসাইটে রেংকিং করাতে হলে সাধারণত লিংক বিল্ডিং করতে হয়। কেননা প্রধান সার্চ ইঞ্জিন গুলো ব্যাকলিংককে একটি নির্দিষ্ট পৃষ্ঠার জন্য ভোট বিবেচনা করে। এটি কোন পৃষ্ঠা প্রসঙ্গেকথা, গ্রহণযোগ্যতা এবং অথরিটি বাড়াতে সাহায্য করে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর পরিভাষা ব্যাকলিংক বলতে একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজ লিঙ্ক করানোকে বোঝায়। সেই ওয়েব পেজটি হতে পারে একটি ব্লগ/ওয়েবসাইট মূল ডোমেন অথবা কোন একটি পোষ্টের লিংক। আপনার ব্লগের প্রতিটি ব্যাকলিংককে ব্লগের এক একটি ভোট হিসেবে মনে করতে পারেন। এই ব্যাকলিংক আবার দুই ধরনের হয়ে থাকে একটি হল ইন্টারনাল ব্যাকলিংক স্ট এবং এক্সটার্নাল ব্যাকলিংক। যখন আপনার নিজের ওয়েব পেজের লিংক নিজের ব্লক ওয়েবসাইটে কোন একটি পেজ বা পোস্টের সাথে লিঙ্ক হয় তখন সেটি ইন্টারনাল ব্যাকলিংক হিসেবে গণ্য হবে। অপরদিকে যখন আপনার নিজের ওয়েব পেজের লিংক অন্য কোন ব্লক ওয়েবসাইটের পেজ বা পোস্ট এর সাথে লিঙ্ক হবে তখন সেটাকে এক্সটার্নাল ব্যাকলিংক হিসেবে গণনা করা হবে।

উদাহরণস্বরূপ: ধরুন আপনার ব্লগের ইউ আর এল অথবা অন্য যে ব্লগের সাথে যুক্ত হয়েছে সে ব্লগ হতে আপনার ব্লগ একটি ব্যাকলিংক পেয়েছে বলে ধরে নেওয়া হবে। মনে করুন আপনার ব্লক টির নাম রেন্ডম নিউজ ২৪ এবং যার ব্লগের সাথে আপনার ব্লগে লিংকটি যুক্ত হয়েছে তার ব্লগের নাম এসইও টেক্সট এক্ষেত্রে আপনি এসইও টেক্সট নামক ব্লক হতে আপনার ব্লগার ব্লগের একটি ব্যাকলিংক পেয়েছেন।

ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ 

দুটি প্রধান কারনের জন্য এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন )এর জন্য ব্যাকলিঙ্ক গুরুত্বপূর্ণ,

সার্চ ইঞ্জিন রেংকিং: সাধারণভাবে বলতে গেলে কোন ওয়েব পেজ যত বেশি ব্যাকলিংক রয়েছে সেটা রেঙ্ক করার সম্ভাবনা তত বেশি।( নোট: শুধুমাত্র ভালো বা অনেক লিংক থাকলে হয় না ভালো কন্টেনও লাগে)। ব্যাকলিন গুলি এসইও এর জন্য বিশেষভাবে মূল্যবান কারণ তারা একটি সাইট থেকে অন্য সাইটে আস্থার ভোট হিসেবে বিবেচিত হয়। 

আপনার ওয়েবসাইটের বা ব্যাকলিংক গুলো সার্চ ইঞ্জিনের জন্য একটি সংকেত যা অন্যরা আপনার কনটেন্ট সমর্থন করে। যদি অনেক সাইটে একই ওয়েব পেজ বা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে তাহলে সার্চ ইঞ্জিন অনুমান করতে পারে যে কনটেন্টট কনটেন্টি মূল্যবান এবং যারা রেংকিং এর প্রভাব রাখে। 

ডিসকোভারি: স্যার ইঞ্জিন বট একটি লিংক থেকে অন্য লিংকে ঘুরে বেড়ায় সুতরা একটি জনপ্রিয় ওয়েবসাইটে কোন লিংক তৈরি হলে সেটা সার্চ ইঞ্জিন খুঁজে পাবে। এই  লিংক google এবং অন্যান্য সার্টিফিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত সার্চ ইঞ্জিন এই ব্যাকলিংকগুলোর আস্থার ভোট হিসেবে দেখে যত বেশি মানুষ তোমার ওয়েবসাইট দিকে লিংকের করবে তত বেশি সাথে ইঞ্জিন তোমার ওয়েবসাইটে বিশ্বাসযোগ্য মনে করবে এবং ফলস্বরূপ তোমার ওয়েবসাইটে রেংকিং ও উপরের দিকে উঠবে। 

ব্যাকলিংক কত প্রকার 

এসইও ব্যাকলিন সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। 

Dofollow ব্যাকলিংক: একটি লিঙ্ক যা কর্তৃত্ব বা লিংক চুস এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজের নিয়ে যায় তা ডুকলো ব্যাকলিংক নামে পরিচিত। এটি সার্চ ইঞ্জিন গুলিকে লিংকটি অনুকরণ করতে এবং নিনযুক্ত ওয়েবসাইটের জন্য এটিকে আস্থার ভোট হিসেবে বিবেচনা করতে বলে। ঢুকলো ব্যাংক লিঙ্ক হলো এসইও তে সবচেয়ে মূল্যবান ধরনের ব্যাকলিংক কারণ তারা এটি একটি ওয়েবসাইটের ডোমেন করতে পক্ষকে অবদান রাখে এবং এর সার্চ ইঞ্জিন রেংকিং বাড়ায়। 

Nofollow ব্যাকলিংক: একটি Nofollow ব্যাগ লিংক হল একটি লিংক যা একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট থেকে কোন লিংক বা কর্তৃপক্ষ পাস করে না।Nofollow এট্রিবিউট সার্চ ইঞ্জিন গুলিকে লিংক অনুসরণ না করতে বার্লিনযুক্ত ওয়েবসাইটের জন্য আস্থার ভোট হিসেবে গণনা করতে বলে।Nofollow লিংগুলি মূলত স্প্যাম এবং নিম্ন মানের রিং গুলির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করা হয়েছিল। যদিও Nofollow লিংগুলি সরাসরি একটি ওয়েবসাইটে এসইওতে অবদান রাখে না তবুও তারা ট্রাফিক চালাতে পারে এবং দৃশ্যমানতা বাড়াতে পারে।



ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন 

ওয়েবসাইট গুলির ওপর নির্ভর করে বিভিন্ন স্তরের গুরুত্ব সহ আটটি বিভিন্ন ধরনের ব্যাকলিংক রয়েছে এই আটটি প্যাকিং আপনাকে শীর্ষস্থানীয় লিংক গুলির অর্জন এর জন্য আপনার লিঙ্ক বিল্ডিং পরিকল্পনা করতে সহায়তা করে যে আপনার এসইও উপকৃত করবে।

এডিটোরিয়াল ব্যাকলিংক: একটি এডিটোরিয়াল লিঙ্ক হলো ন্যাচারাল বা অর্গানিক ইন বাউন্ড লিংক যা কোন প্রকার টাকা লেনদেন বা কোন কিছুর বিনিময় হয় না এই ধরনের লিংকগুলি অর্জন লিংক হিসেবেও পরিচিত। যেকোনো ওয়েবসাইটের জন্য এগুলো সাধারণত সবচেয়ে মূল্যবান ব্যাক লিংক কারণ সম্পাদকীয় ব্যাকলিংক গুগল এর স্প্যাম নীতি লংঘন করে না আবার যখন মানুষজন আপন আপনার কন্টেন্ট কে ভ্যালুয়েবল মনে করে তখন লিংক করে ‌। এডিটোরিয়াল লিংক উপার্জন করতে আপনাকে লিংক যোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে। 

এডিটোরিয়াল লিংক উপার্জন করতে আপনাকে লিংক যোগ ও কনটেন্ট তৈরি করতে হবে যেমন, 

  • অরজিনাল ও ভালোভাবে কনটেন্ট তৈরি করুন 
  • হাই ডোমেইন অথরিটি তৈরি করুন 
  • বেন বিল্ডিং করুন 
  • গুগল ব্যাংকিং করুন 
  • কেস স্টাডি অরিজিনাল পিকচার টাটা ইত্যাদি প্রকাশ করুন 

গেস্ট ব্লগিং থেকে ব্যাকলিংক: গেস্ট পোস্টিং ব্যাকলিন তৈরি করার জন্য অন্য ব্যক্তির ব্লগে একটি পোস্ট পাবলিশ করে লিংক তৈরি করা কে বোঝায়। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট মাস্টার রা গেস্ট লেখক এর বায়োতে বা আর্টিকেলের মধ্যে থেকে লেখকের ওয়েবসাইটের রেটিং দিয়ে থাকেন। 

গেস্ট লগইন করার ধাপসমূহ গুলো 

কেস পোস্টিং এর সুযোগ খুঁজুন: ওয়েব পোস্টেপ্ট করুন গুগল সোস্যাল মিডিয়া ইত্যাদি নিস রিলেটেড ওয়েবসাইটের কন্টাক্ট ইমেল বা নাম্বার খুঁজুন।

আউট রিচ করুন: এই ধাপে আপনাকে প্রস্পেক্ট করার সাইট ওনাদের সাথে যোগাযোগ করতে হয় এবং তাদের আপনার আর্টিকেল আইডিয়া পিচ করতে হয়।

আর্টিকেল তৈরি ও পাবলিশ: সাইট ওনার রাজি হলে আপনাকে তার ওয়েবসাইট এর জন্য এসইও অপটিমাইজড আর্টিকেল লিখতে দিতে হবে যা উনি পাবলিশ করবেন উনার সাইডে আর লেখক এর পরিচিত সেকশন থেকে আপনার সাইটে একটি লিঙ্ক প্রোভাইড করবেন। 

গেস্ট পোস্টিং ব্যাকলিংক তৈরি করার জন্য ব্যক্তির ব্লগে একটি পোস্ট পাবলিশ করে লিংক  তৈরি করাকে বোঝায়। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট মাস্টাররা গ্যাস লেখক এর বায়োতে বা আর্টিকেলের মধ্যে থেকে লোকের ওয়েবসাইটের রেটিং দিয়ে থাকেন।

ব্রোকেন লিঙ্ক লিডিং সম্পর্কে ধারনা

ব্রকেন লিঙ্ক বিল্ডিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি অন্য ওয়েবসাইট গুলো থাকা ভাঙ্গা লিংকগুলোকে খুজ বের করে আপনার ওয়েবসাইটের লিংক প্রস্তাব করেন। এই কৌশলটি ওয়েবমাস্টার দের জন্য সুবিধাজনক কারণ তারা তাদের ওয়েবসাইটের ভাঙ্গা লিঙ্গ গুলি ঠিক করতে পারে। 

ব্রকেন লিংক খুঁজুন: আপনার টোস্ট যেমন আরিফ বা ব্রকেন লিঙ্ক চেকার ব্যবহার করে নাইস ওয়েবসাইট গুলিতে ভাঙ্গা লিঙ্ক খুঁজে বের করতে পারেন। 

প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করুন: ব্রকেন লিংকের যৌন উপযুক্ত কন্টেন্ট বাই রিসোর্স যদি আপনার কাছে না থাকে তবে আগে সেটি তৈরি করুন। 

আউট রিচ করুন: ওয়েবসাইট মালিক কে ইমেইল করুন এবং তাদের ভাঙ্গা লিঙ্ক সম্পর্কে জানান। তাদেরকে প্রস্তাব দিন যে আপনার কনটেন্টের লিংক দিয়ে তার বাংলালিংক প্রতিস্থাপন করতে পারেন। প্রাসঙ্গিক ব্লগার ও ওয়েবমাস্টার দের সবার সাথে যোগাযোগ করুন এবং তাদের আপনাদের ব্রোকেন লিঙ্ক লিডিং সম্পর্কে জানান তাদের এ বিষয়ে শেয়ার করুন যাতে তারা আপনাদের ওয়েবসাইট লিংক যোগ করে ।

ব্যাকলিং করার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল করতে হবে 

  • কোয়ালিটি ও অথরিটি টিপসাইড থেকে ব্যাকলিংক পেতে হবে: সব ব্যাকলিংক সমান নয় কোয়ালিটি ব্যাকলিংক যেমন প্রভাবশালী এবং অথরিটি টিপ সাইট থেকে প্রাপ্ত লিংক গুলি আপনার ওয়েবসাইটে রাঙ্ক এর জন্য অনেক বেশি কার্যকর। গুগল এমন লিংকগুলিকে বেশি গুরুত্ব দেয় যা বিশ্বস্ত এবং অথোরিট সম্পূর্ণ ওয়েবসাইট থেকে আসে।
  • রিলেটেড কনটেন্ট থেকে ব্যাক লিংক করুন: ব্যাক লিংকটি যে ওয়েবসাইট থেকে আসছে এবং যে পেস্ট দিচ্ছেন, সেগুলোকে একে অপরের সাথে সম্পৃক্ত হতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনারা ওয়েবসাইট ফিটনেস সম্পর্কে হয়। তবে ফিটনেস বা স্বাস্থ্য সম্পর্কিত ওয়েবসাইট থেকে ব্যাকলিংক অনেক বেশি কার্যকর হবে
  • কিওয়ার্ড - সমৃদ্ধ ও এংকর টেক্সট ব্যবহার করুন: যখন কোন লিংক তৈরি করা হয় তখন একবার টেক্সটি গুরুত্বপূর্ণ। এই টেক্সটের মধ্যে যদি আপনার টার্গেট কিওয়ার্ড থাকে। তবে সেটি আপনার র‍্যাঙ্কের ইতিবাচক প্রভাবিত করতে পারে। তবে অতিরিক্ত কিওয়ার্ড সমৃদ্ধ এংকর টেক্সট ব্যবহার এড়িয়ে চলা উচিত, কারণ এটি গুগলের penguin আপডেট নিতে বাচ্য প্রভাব ফেলতে পারে 
  • ন্যাচারাল ও এডিটোরিয়াল লিংক নিশ্চিত করুন: যে লিংকগুলো স্বাভাবিকভাবে এবং অর্গানিকভাবে এসেছে, সেগুলো গুগল বেশি গুরুত্ব দেয়। প্রোফাইল লিংক বা পেগ লিঙ্ক এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন আপনার কনটেন্ট এতটাই মূল্যবান করে তুলতে যে অন্য ওয়েবসাইটের মালিকেরা নিজের থেকে লিংক দিতে আগ্রহী হন।

লিংক বিল্ডিং সম্পর্কে ধারণা ও গুরুত্ব

লেক বিল্ডিং হল একটি এসইও কৌশল যা অন্য ওয়েবসাইট থেকে আপনার সাইটের জন্য ব্যাকলিন তৈরি করতে ফোকাস করে। ব্যাকলিংক গুলো হলো অন্যান্য সাইটের মাধ্যমে আপনার সাইটের নির্দেশক লিংক যা সার্চ ইঞ্জিনের আপনার সাইটের বিশ্বাসযোগ্যতা এবং গণমান বাড়াতে সাহায্য করে। লিঙ্ক বিল্ডিং য়ে এসইওতে একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ, এটি আপনার সাইটের দৃশ্যমানতা বং র‍্যাংকিং বৃদ্ধি করতে সহায়ক।

লিঙ্কবিল্ডিং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো, 

সার্চ ইঞ্জিন রেংকিং: ব্যাকলিংক গোলক সার্চ ইঞ্জিন কে আপনার সাইটের প্রাসঙ্গিক এবং গুণমান বোঝাতে সহায়ক। উচ্চমানের ব্যাকলিংক থাকা সাইটগুলি সাধারণত উচ্চতর রেংকিং পাই।

ট্রাফিক বৃদ্ধি: অন্যান্য সাইট থেকে লিংক গুলি ব্যবহারকারীদের আপনার সাইটে নিয়ে আসতে সহায়ক যা ট্রাফিক বৃদ্ধি করে। 

ব্যান্ড অথরিটি:বিশ্বাসযোগ্য ওয়েব সাইট থেকে লিংক গুলি আপনার ব্যান্ডের জন্য বিশ্বাসযোগ্যতা এবং অথোরিটি তৈরি করে।

নেটওয়ার্কিং: লিঙ্ক বিল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য ব্লগার এবং ব্যবসায়ীদের সাথে সম্পর্ক স্থাপন হয় যা ভবিষ্যতে সহযোগিতা এবং সুযোগ সৃষ্টি করতে পারে।

লিঙ্ক বিল্ডিং কৌশল 

গেস্ট ব্লগিং: অন্য সাইটে কন্টেন্ট লেখার মাধ্যমে ব্যাক লিংক অর্জন করা হয় এটি একটি জনপ্রিয় এবং কার্যকারী কৌশল। 

ফোরাম এবং কমিউনিটি অংশগ্রহণ: প্রাসঙ্গিক ফোরাম এবং কমিউনিটিতে অংশ নিতে সেখানে মূল্যবান তথ্য শেয়ার করুন এবং আপনার সাইটের লিংক অন্তর্ভুক্ত করুন। 

এনফোর্সিং লিংক: পুরনো বা টেকনোলজিক্যলি অপ্রচলিত কনটিন থেকে লিংকগুলি চিহ্নিত করুন এবং সংশ্লিষ্ট নতুন কনটেন্ট লিংক আপডেট করার জন্য সাইটের মালিকদের সাথে যোগাযোগ করুন। 

পণ্য এবং পরিষেবা রিভিউ: আপনার পণ্য এবং পরিষেবার যৌন রিভিউ লেখার জন্য ব্লগারদের অনুরোধ করুন,যেখানে তারা আপনার সাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত করবে।

সোশ্যাল মিডিয়া: সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপনার কনটেন্ট শেয়ার করার করে অন্যান্য ব্যবহারকারীদের আকৃষ্ট করুন এটি আরো লিঙ্ক গঠন করতে সাহায্য করতে পারে। 

infographics তৈরি: আকর্ষণীয় ইনফোগ্রাফিক্স তৈরি করুন এবং সেগুলি শেয়ার করুন অনেক ব্লগার তাদের পোস্টে ইনফোগ্রাফিক্স ব্যবহার করে এবং আপনার লিংক ব্যবহার করতে পারেন।

উপসংহার 

ব্যাকলিংক কি কেন ও কিভাবে ব্যাকলিন বৃদ্ধি করতে হয় ইত্যাদি বিষয়ে আপনাদের সহজে ধারণার দেওয়ার চেষ্টা করেছে। আশা করি আমার আর্টিকেলটি পড়ে ব্যাক লিংক সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন।

 আমার পোস্টটি ভাল লাগলে অবশ্যই নিজস্ব মতামত কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার আর্টিকেল দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।










এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url